শাহাদাত হোসেন নোবেল, খুলনা:
বাংলাদেশ আহালে হাদিস জামাত কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশব্যাবি তার অংশ হিসেবে খুলনা জেলার উদ্যোগে ইঞ্জিনিয়ার মো শহিদুল আলমের বাসভবনে
রবিবার (৮ ডিসেম্বর) ২৪ইং বিকাল ৪টেই থেকে কর্মসূচির প্রথম দিন কম্বল বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
কম্বল বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো শহিদুল আলমের সভাপতি বাংলাদেশ আহালে হাদিস জামাত খুলনা জেলা এবং আব্দুল কাদের মোল্লা।সাধারণ সম্পাদক খুলনা জেলা। কম্বল বিতরণ কর্মসূচির নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন কর্মজীবী মানুষের মধ্যে বিতরণ করেন।ফুলতলা,দৌলতপুর, খালিশপুর,দিঘলিয়া, রুপসা,ডুমরিয়া, পাবলা,দেয়ানা, সহ খুলনার বিভিন্ন অঞ্চলের অসহায়,গরিব,মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরন করা হয়।
ইঞ্জিনিয়ার মো শহিদুল আলমের বলেন, ইতোমধ্যে আমাদের শীতের আবহ শুরু হয়েছে।সাধারন মানুষ শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই কম্বল উপহার কর্মসূচি।
সবাই মিলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ালে তাদের মৌলিক চাহিদা কিছু হলেও পূরন করা সম্ভব।এবং তাদের শীত এর অনুভব কিছুটা হলেও কমানো সম্ভব। শীতকালে রাস্তায় অনেক মানুষ কষ্ট করে।তাদের শীত নিবারনের জন্য সামান্য কম্বলটুকুও থাকে না। তাই তাদের জন্য খুলনা জেলা বাংলাদেশ আহালে হাদিস জামাত এর পক্ষ্য থেকে সামান্য উদ্যোগ গ্রহণ করা হয়।