জাতীয় নাগরিক কমিটি কোনো কিংস পার্টি গঠন করছে না, কারণ তারা সরকারে নেই। প্রধান উপদেষ্টা ড. ইউনূস কিংবা ছাত্র উপদেষ্টারা নতুন দল গঠনের সাথে যুক্ত নেই। গণঅভ্যুত্থানের সাথে জড়িত শক্তিকে নিয়ে দল গঠন করার চিন্তা করা হচ্ছে। সুতরাং এটি কোনো কিংস পার্টি নয়। বরং প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় বসে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপিই বাংলাদেশের প্রথম কিংস পার্টি। এখনও বিএনপি কিংস পার্টি।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন।
তিনি বলেন: এবারের গণঅভ্যুত্থান কোনো সংগঠিত শক্তি আকারে হয়নি, স্বতঃস্ফূর্ততা ছিল। অভ্যুত্থানের পর এর শক্তিটাকে একীভূত করে আমরা যখন সংগঠিত শক্তিতে রূপান্তরের চেষ্টা চালাচ্ছি, অনেক দল এতে হুমকি অনুভব করছে। আমরা যখন গণ–অভ্যুত্থানের শক্তিটাকে গোছানোর গাঠনিক প্রক্রিয়ায়, তখন বরিশালসহ বিভিন্ন জায়গায় আমাদের ওপর আক্রমণ হয়েছে। তারা চাইছে না যে গণ–অভ্যুত্থানের শক্তিটা সংগঠিত শক্তি হয়ে উঠুক।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন: গণঅভ্যুত্থানের মধ্যে এটা ফুটে উঠেছে, সামনের যে যুদ্ধ বা গ্যাপ, সেটা হবে পুরোনো এস্টাবলিশমেন্টের (প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা) সঙ্গে নতুন ব্যবস্থার। বিএনপিতে থাকা তরুণেরাও দলটির সেই পুরোনো ব্যবস্থা চায় না। চায় না বলেই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই সময়ে ওই তরুণদেরও তারা বিভ্রান্ত করছে। আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া প্রত্যেক মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধ মিলন রয়েছে। এখন এই মিলনের সঙ্গে পুরোনো এস্টাবলিশমেন্টের একটি গ্যাপ দেখা যাচ্ছে। নব্বইয়ের আন্দোলন ছাত্ররা করেছিল। পরে পার্টি বা কাঠামো আকারে বড়রা সেই আন্দোলনটা চুরি করে নিয়ে গিয়েছিল। চব্বিশেও একই চেষ্টা হচ্ছে। তরুণ প্রজন্মের অভ্যুত্থানের শক্তিকে ডাইভার্ট (ঘুরিয়ে) করে পুরোনো একই ব্যবস্থা বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা যখন চলছে, তখন তারা বলছে ‘আমরা তো দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি, তাহলে আপনারা কারা নতুন করে কথা বলার’। গণঅভ্যুত্থানের পর পুরোনো ব্যবস্থার যে লোকগুলো বিভিন্ন গর্তে বা কক্ষে বসে ছিল, তারা এই প্রশ্নগুলো করে জনগণকে বিভ্রান্ত করছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন: যে সরকার গঠিত হয়েছে, সরকারপ্রধান কি কোনো দলের? জিয়াউর রহমান (সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এবং বিএনপির প্রতিষ্ঠাতা) একটা দল গঠন করতে চেয়েছিলেন। যার জন্য একটা কিংস পার্টি হয়েছিল—বিএনপি। সরকারে বসে তিনি এটি করেছেন। বিএনপি যে কিংস পার্টি, এটা তো অস্বীকার করার জো নেই। বিএনপি অবশ্যই বাংলাদেশের প্রথম কিংস পার্টি। এখনও তারা কিংস পার্টি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত