রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে আরাফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান বলেন, আজ (শুক্রবার) ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামে একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তার এক প্রেমিকাকে নিয়ে গত ১৮ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে তার প্রেমিকা সেখান থেকে চলে যান।
এই ঘটনায় নিহতের বাবা-মা হত্যা প্ররোচনায় মামলা করলে অভিযুক্ত প্রেমিকা স্বর্ণা বিনতে মীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত