আফগানিস্তানের ৭২ নাগরিকের ফাঁসি দিয়েছে ইরান

২০২৪ সালে ইরান আফগানিস্তানের ৭২ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করছে। ইরানের মানবাধিকার সংস্থার বরাত দিয়েছে এই তথ্য জানিয়েছে খামা প্রেস নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদক পাচারের দায়ে বেশিরভাগ আফগান নাগরিকের ফাঁসি দেওয়া হয়েছে। ইরানের কেজেল হেসার কারাগারে বেশিরভাগ আফগান নাগরিকের ফাঁসি কার্যকর হয়েছে।

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতায় আসার পর থেকে ইরানে আফগান নাগরিকের মৃত্যুদণ্ডের সংখ্যা অনেক বেড়েছে। শুধু ২০২৪ সালেই এই সংখ্যা ৭২ জন।

মাদক পাচার ও হত্যাকাণ্ডের দায়ে সম্প্রতি দুইজন আফগান নাগরিকের ফাঁসি দিয়েছে ইরান। এদের একজনের নাম আব্দুলরহমান ইশাকজাই এবং আরেকজন হচ্ছেন জালাল ইসতানিকজি।

ইরানের মানবাধিকার সংস্থা বলছে, মাশহাদ, কেজেল হেসার, এসফাহান, শিরাজ, ইয়াজদ, বান্দারের মতো কারাগারে আফগান নাগরিকদের এবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০২২ সালে ১৬ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। এরপরের বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে এবং ২০২৪ সালে ফাঁসি দেওয়া হয়েছে ৭২ জন আফগান নাগরিকের।

শুধু প্রাপ্তবয়স্ক আফগান নাগরিকদেরই মৃত্যুদণ্ড কার্যকর করেনি ইরান, এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।