আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। শনিবার প্রাদেশিক পুলিশ এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
ঘোর প্রদেশ পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি এক বিবৃতিতে বলেছেন, ‘শুক্রবার প্রদেশটিতে আকস্মিক বন্যায় ৫০ জন প্রাণ হারিয়েছেন এবং এখনো আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, বন্যায় প্রায় ২ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে এবং আরও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, এই ভয়াবহ বন্যায় কয়েক হাজার গবাদি পশু মারা গেছে। এতে হাজার হাজার হেক্টর কৃষি জমির ফসল বিনষ্ট হয়েছে এবং শত শত সেতু ও কালভার্ট ভেসে গেছে। বন্যায় কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে।
খবরে বলা হয়, বন্যার কারণে প্রদেশটির প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং তালেবানের কর্মকর্তারা জানান, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে গত সপ্তাহে এমন আকস্মিক বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারায়
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত