তানজিদ শাহ জালাল ইমন,ববি প্রতিনিধি
সর্বজনীন পেনশন 'প্রত্যয়' প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবীতে গৃহীত কর্মসূচী (কর্মবিরতি ও বিক্ষোভ) পালনকালে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের দুই গ্রুপের মারামারির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর স্বাক্ষরিত নোটিশে বলা হয়,
প্রক্টর স্বাক্ষরিত নোটিশে বলা হয়,
বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কর্মকর্তাদের মাঝে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তা- কর্মচারী সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের কর্মসূচি পালন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িক স্থগিত করা হল।
আরো উল্লেখ করা হয়, প্রক্টর অফিসের পূর্বানুমতি ব্যতীত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না।
রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,
তদন্ত কমিটির প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর প্রেরণের জন্য বলা হয়।
প্রসঙ্গত,সার্বজনীন পেনশন ' প্রত্যয় ' স্কিম প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা দুটি গ্রুপ আলাদা আলাদা ব্যানারে কর্মবিরতি পালন করতে আসে।সকাল ১০টার দিকে সদ্য প্রতিষ্ঠিত 'ডিরেক্ট অফিসার এসোসিয়েশনের' ব্যানার সরিয়ে ফেলার জন্য বলেন কর্মকর্তাদের আরেকটি গ্রুপ 'ববি অফিসার্স এসোসিয়েশন'।এতে প্রথমে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। সকাল ১১টার দিকে পুনরায় ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে এসে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে পরিস্থিতি সামাল দেন এবং দুটি গ্রুপকে দুদিকে সরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মারামারির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত