মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম:
আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বারখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বারখাইন গ্রামের মধ্যমবাড়ীর সম্প্রীতি, ভার্তৃত্ববোধ, মেধা ও শিক্ষা বিস্তারে নবম বারের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী শীতকালীন গ্রামীণ খোয়াভাতি ও পারিবারিক সম্প্রীতি সম্মিলন ২০২৪ সম্প্রতি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, দেশের গান, যেমন খুশি তেমন সাঁজ, উপস্থিত কুইজ, উপস্থিত বক্তব্য, কৌতুক ও সাঁতার প্রতিযোগিতাসহ এসএসসিতে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার, সাংসারিক কার্যক্রমের পাশাপাশি যেসব গৃহিনী পড়ালেখা চালিয়ে যাচ্ছে সেসবদের বিশেষ শিক্ষা সম্মাননা ২০২৪ সালে আগত নবজাতক শিশুদের ফুল দিয়ে বরণ এবং উপস্থিত দর্শকদের সম্মানে র্যাফেল কূপন ড্র অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও বিশিষ্ট সাম্যবাদি রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রাজা মিঞা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী ও একুশ মেলা পরিষদের সমন্বয়কারী মুহাম্মদ জসীম চৌধুরী, বারখাইন ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো. আবদুল গাফ্ফার, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মো. খোরশেদুল আলম ও পূর্ব বারখাইন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম।
খোয়াভাতি ও সম্প্রীতি সম্মিলনের আহবায়ক মো. আবদুল আজিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারখাইন ইউপির মহিলা সদস্য শামিমা আক্তার, জোনাকি ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. রাশেদুল ইসলাম, দূর্বার বারখাইন সংগঠনে সভাপতি মো. মেজবাহ উদ্দিন, স্বপ্নের আনোয়ারার সভাপতি আলী নূর জেমস্ ও মাওলানা মো. জেয়াউর রহমান।
অনুষ্ঠানের পবিত্র কোরআন পাঠ করেন মোহাম্মদ মহিবুল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ ইকবাল হোসেন, এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নয়ন, মো. শহিদুল ইসলাম, মো. আজিম উদ্দিন, মোহাম্মদ জিকু, মোহাম্মদ শুভরাজ ও মো. বখতেয়ার উদ্দিন প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত