আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমি কিছুই জানি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল হান্ট অভিযান কতটুকু সফলতা অর্জন করেছে তা আপনারা ভাল জানেন। অপারেশনে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার কথা, সেভাবে অস্ত্র উদ্ধার হয়নি। আমরা সেদিকেও খেয়াল রাখছি।

এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমার জানা মতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমি মন্তব্যও করতে চাই না।’ তিনি আজ বুধবার দুপুরে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জাতীয় সমাবেশ উদ্‌যাপন উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বাংলাদেশ আনসার সদস্যদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রয়েছে। আনসার সদস্যরা সব জায়গায় কাজ করে যাচ্ছেন। দেশের ক্রান্তি কালে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আলোচনা হচ্ছে। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসান ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার সদস্যদের উদ্দেশ্যে করে দরবার হলে বলেন, আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, কুটনৈতিক মিশন এবং শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করেছে। বর্তমানে ৫১ হাজার ৬৬৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রায় ৫ হাজার ৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষ আনসার গার্ড ব্যাটালিয়ন, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। বিশেষ ভাবে প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা আমেরিকান দূতাবাস,ফিলিস্তিন দূতাবাস, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল(ঢাকা),হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এবং রাষ্ট্রীয় অতিথি ভবনসমূহের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ধর্মীয় ও সমাজিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। এছাড়া, ভূমিদস্যু প্রতিরোধ, ভেজালবিরোধী অভিযান এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সদস্যরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট মোকাবিলায় বাহিনীর সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া আকস্মিক বন্যায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাহিনীর ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদেরকে আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা বাহিনীর সকল সদস্যদের নিরলস পরিশ্রম ও দেশসেবার ব্রতকে কৃতজ্ঞচিত্তে স্বীকৃতি এবং অভিনন্দন জানিয়ে আগামী প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদার প্রাতিষ্ঠানিক অগ্রগতি ও শুভ কামনা করেন। পরে তিনি কুটির শিল্প পরিদর্শন করেন।