হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু। জরুরি চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনার বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
এর আগে বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শামসুল হক টুকু। এরপর নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থবোধ করেন এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিছুটা সুস্থতাবোধ করায় এরপর তাকে নেওয়া হয় নিজ বাসায়। পরে উন্নত চিকিৎসার জন্য নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয় পাবনা-১ আসনের এই সংসদ সদস্যকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম। তিনি বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে শামসুল হক টুকু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। কিন্তু তার হার্টের অবস্থা ততটা ভালো না হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত