চট্টগ্রাম প্রতিনিধি।
চট্রগ্রাম জেলার মীরসরাই উপজেলার ১৬'নং সাহেখালী ইউনিয়ন এর ভোরবাজার এর পূর্ব পাশে অক্ষয় মাষ্টার বাড়ির অসহায় নিঃসন্তান দম্পতি শ্রী বাদল চন্দ্র নাথ ও স্ত্রী- শ্রীমতি সুবর্ণা বালা দেবী। তারা ২ জনই মানসিক ভারসাম্যহীন। তাঁদের পূর্বের ঘরটি ছিলো খুবই জরাজীর্ণ বৃষ্টি পড়লে পুরো ঘরে পানি জমে যেতো। থাকার মতো কোন অবস্থা ছিল না।
গীতা স্কুল পরিচালনা পরিষদ (𝐆𝐒𝐏𝐏), মিরসরাই উপজেলা শাখার নজরে এলে। শাখার প্রধান সমন্বয়ক জুয়েল দাস, সভাপতি অসীম সেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হৃদয়দাসসহ উক্ত শাখার সকল সারথীদের উদ্যোগে জরাজীর্ণ গৃহটিকে ভেঙে পুনরায় নতুন গৃহ নির্মাণ করে দেওয়া হয়।
এমন মহৎ কাজের জন্য সংগঠনটির প্রতিষ্ঠাতা রাজীব চন্দ্র শীল মীরসরাই শাখার ভূয়সী প্রসংশা করেন।
এতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন- কামরুল হায়দার চৌধুরী, চেয়ারম্যান, ১৬ নং সাহেরখালী। দুলাল মেম্বার, ৬ নং ওয়ার্ড, সাহেরখালী।শ্রী মানিক চন্দ্র নাথ (একই বাড়ি) এবংসম্মানীয় ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত