৩ বিয়ের পরও স্কুলছাত্রীর দিকে কুনজর সন্ত্রাসীর, এলাকাবাসীর মানববন্ধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভায় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন ও তার ভাইদের নারীলোভী, সন্ত্রাসী, চাঁদাবাজ আখ্যা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ওই ওয়ার্ডের জনগণ।

বৃহস্পতিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন নারীলোভী ও সন্ত্রাসী। তিন বিয়ের পরও একই এলাকার ইউসুফের স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গত সোমবার ওই ছাত্রীকে নিয়ে উধাও হয় শাহাবুদ্দিন। এ নিয়ে থানায় অভিযোগের পর মেয়েকে ফিরে পেলেও শঙ্কা কাটেনি ইউসুফ ও তার পরিবারের।

বক্তারা বলেন, শাহাবুদ্দিনরা ৫ ভাইয়ের মধ্যে সকলেই নারীলোভের সাথে সাথে মাদক, জুয়া, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত। এ পরিবারের অত্যাচারে অতিষ্ট এলাকার মানুষ। শাহাবুদ্দিন ৩ বিয়ে করেছে এবং তার ৬টি সন্তান রয়েছে। তার আরও দুই ভাইও তিনটি করে বিয়ে করেছে।

এদিকে ইউসুফের পরিবারের মত যাতে আর কাউকে অপমান ও হেনস্তার শিকার হতে না হয়, তাই শাহাবুদ্দিন ও তার পরিবারকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে উপস্থিত জনতা।

লালমোহনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজভীর সাগর ও স্কুল ছাত্রীর বাবা মাসহ আরও অনেকে।

তবে অভিযুক্ত শাহাবুদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এবং তার রাজনৈতিক জীবন ধ্বংস সহ তাকে হেয় করার জন্য একটি চক্র মানববন্ধন করেছে।