কলকাতায় ঝিনাইদহের এমটি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মিশনে অংশ নেওয়া আরও দু’জনকে পার্বত্য এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ওই দু’জনের নাম ফয়সাল ও মোস্তাফিজ।
ডিবি জানায়, পার্বত্য এলাকায় পাথাল কালীমন্দির এলাকায় সীতাকুণ্ড পাহাড়ের নিচে পলাশ ও শিমুল রায় নামে হিন্দু সেজে সেখানে কালীমন্দিরে ছদ্মবেশ ধারণ করে তারা ২৩ দিন ছিল। এমপি আনার হত্যাকাণ্ডের প্রধান কিলার শিমুল ভূইয়ার সাথে থেকে ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ কিলিং মিশনে অংশ নিয়েছে। তারা ১৯ তারিখ বাংলাদেশে আসে। তাদের দু’জনকে মাত্র ৩০ হাজার টাকা দেয়া হয়েছিল।
ডিবি প্রধানের দাবি, গ্রেপ্তার দু’জন বিভিন্নভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করেছে। যে ৭ জন কিলিং মিশনে অংশ নিয়েছিল, আজকের দু’জন ছিল শিমুলের পর দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি। এদের মধ্যে বাংলাদেশে আছে ৭ জন, ইন্ডিয়ায় ১ জন, নেপালে ১ জন। এখন মূল টার্গেট মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানান, আমেরিকান ইন্টেলিজেন্সকে চিঠি দিয়েছি, ইন্ডিয়ার সাথে আমেরিকার চুক্তি রেয়েছে। তারাও চেষ্টা করছে ধরার। আমরাও চেষ্টা করছি।