হিংসা-বিদ্বেষবিহীন সম্প্রীতির দেশ গড়তে চাই: সেনাপ্রধান

বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। অহিংসবাদ সম্প্রীতিমানুষের প্রতি ভালোবাসাহিংসাবিদ্বেষ বিহীন দেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান।

রবিবার (১৩ এপ্রিলসকালে রাজধানী মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেনএদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্মবর্ণগোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তিস্থাপন অনুষ্ঠান নয়এখানে আমরা একটা সম্প্রীতির সমাবেশ করেছি। যেখানে সব ধর্মবর্ণ গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই।

সেনাপ্রধান আরওবলেনগৌতম বুদ্ধের যে নীতিঅহিংসবাদ সম্প্রীতিমানুষের প্রতি ভালোবাসাহিংসাবিদ্বেষ বিহীন দেশএটাই আমরা গড়ে তুলতে চাই। এদেশ সবারহিন্দুবৌদ্ধখ্রিস্টান– মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই।

আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে উল্লেখ করে জেনারেল ওয়াকারউজজামান বলেনসমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয়সেটা করতে সদায় প্রস্তুত সেনাবাহিনী। আমরা শান্তির দেশ চাইশৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানিবিদ্বেষ চাই না। সবার বিভিন্ন মত থাকতে পারে কিন্তু পরিশেষে একে অপরের বক্তব্যমতামতকে যেন শ্রদ্ধা করি।