শিশু হোসেন আলীর প্রাণ বাঁচাতে দরিদ্র পরিবারের আকুতি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের দ্বিতীয় ছেলে ৭ মাস বয়সী হোসেন আলী। জন্মের পর থেকেই সে অসুস্থ।

শিশু সন্তানের চিকিৎসার জন্য পিতা শহিদুল বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলেও কোন রোগ ধরা পরেনি। পরিশেষে তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এ চিকিৎসার জন্য নিয়ে যান, সেখানকার ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদান করেন যে তার ছেলের হার্টে ৩টি ছিদ্র ধরা পড়েছে। যার এক একটি ছিদ্রের অপারেশন করতে খরচ প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা। এই হিসাবে ৩টি ছিদ্রের অপারেশন করতে ব্যয় প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা দিয়ে ছেলের চিকিৎসা সম্ভব নয় বলে শহিদুল চিকিৎসা বন্ধ করে দেন।

বর্তমানে এলাকাবাসী হোসেন আলীর চিকিৎসা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেন। এজন্য এলাকাবাসী বিভিন্নভাবে চাঁদা তুলে চিকিৎসা করার সিদ্ধান্ত গ্রহন করেছেন। কিন্তু শুধুমাত্র এলাকাবাসীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় বিধায় সমাজের সর্বস্তরের সহৃদয়বান বিত্তশালী ব‌্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন এলাকাবাসী।

যেকোনো প্রয়োজনে মধুপুর কাটাগড় মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ, রুহিয়া, ঠাকুরগাঁওয়ের সভাপতির ০১৭২৩৬৩১১০৫ নাম্বারে যোগাযোগ করা যাবে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
মোঃ শহিদুল ইসলাম
জনতা ব্যাংক লিমিটেড, রুহিয়া শাখা
(সঞ্চয়ী হিসাব নম্বর-0100207077733)
অথবা বিকাশ নম্বর
01706779658