শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ববি প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, টিএসসি এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে “জিয়া ট্রি” নামে নিম গাছ রোপণ করা হয়।

রবিবার (২০ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক এম.ডি. সিহাব এবং সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন। তাদের উদ্যোগে এ কার্যক্রমে অংশ নেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি প্রকৃতিকে ভালোবাসতেন এবং পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন ছিলেন। তার স্মৃতি ধরে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে আমরা ‘জিয়া ট্রি’ রোপণ কর্মসূচি গ্রহণ করেছি। এটি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

ছাত্রদল নেতারা আরও বলেন, “নিম গাছ একটি উপকারী উদ্ভিদ। এটি বাতাস পরিশোধন করে এবং পরিবেশকে শীতল রাখতে ভূমিকা রাখে। আমরা আশা করি, এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”
এ কর্মসূচি সফল করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়। বক্তারা ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখে গেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।