

রবিউল ইসলাম খান:
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরে ইউনাইটেড পিপলস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকালে জেলার ঐতিহ্য কনভেনশন সেন্টারে সভাটি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়কের আরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মহিউদ্দিন হাসান, মোশাররফ হোসেন, জেলা কমিটির কমিউনিটি সদস্য তায়েফুর রহমান, জিহাদুল ইসলাম, নাজিউর রহমান, আবদুল মতিনসহ আরও অনেকে।
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা সংগঠক ও সমর্থকদের নিয়ে আপ বাংলাদেশের সভা হয়। এসময় অনুষ্ঠানে জুলাই বিপ্লবে জেলার শহদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।