বাউফল প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ২ (বাউফল) আসন থেকে লক্ষাধিক ভোট ব্যবধানে ৮ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.স.ম ফিরোজ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১,২৪,২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মহসীন হাওলাদার পেয়েছেন ২৯৫১ ভোট।
অপর দুই প্রার্থী বিএনএফের টেলিভিশন প্রতীকের জুবায়ের রাসেল ২২৩১ ও তৃণমল বিএনপির (সোনালী আঁশ) মাহবুব আলম ১২৯৫ এভোট পেয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।
তিনি জানান, এ আসনে ভোটার সংখ্যা ২,৯৩, ৩২৭জন। ১১৪ টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে ১,৩২, ৯৮১ জন ভোট দিয়েছেন। যা প্রাপ্ত ভোটের হার ৪৫.২৫ শতাংশ। প্রাপ্ত বৈধ ভোটের ১,২৪,২৯২ ভোট পেয়ে নৌকা নির্বাচিত হয়েছেন।
এ আসন থেকে আ.স.ম ফিরোজ ১৯৭৯ থেকে এ যাবৎ দশবার দলীয় মনোনয়ন পান। যার মধ্যে ১৯৭৯, ৮৬,৯১,৯৬, ২০০৮,১৪, ১৮ ও সর্বশেষ এবার ২০২৪ এ তিনি নির্বাচিত হন। একবার মাত্র (২০০১) পরাজিত হন। আরেক বার (১৯৯৬, ফেব্রুয়ারি) আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেননি।