রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে ‘রোড পুলিশিং লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৬০ জন কর্মকর্তাকে ‘রোড পুলিশিং লিডারশিপ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)।

এই কর্মশালার মূল লক্ষ্য ছিলো সড়কে শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের রোড ক্র্যাশ প্রতিরোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কলাকৌশলের সাথে পরিচয় করিয়ে দেওয়া।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এর কার্যক্রমের অংশ হিসাবে জিআরএসপি ১১ ও ১২ ফেব্রুয়ারি কর্মশালাটি পরিচালনা করে। দুই-দিনব্যাপী কর্মশালার প্রতিদিন ৩০ জন পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪ জন প্রকৌশলী এবং বিআরটিএ’র ২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় পুলিশ কর্মকর্তারা রোড ক্র্যাশের বিভিন্ন ঝুঁকি, যেমন বেপরোয়া গতি, ড্রিংক ড্রাইভ ইত্যাদি সম্পর্কে জানতে পারেন এবং এসব পরিস্থিতি মোকাবেলায় তাদের করণীয় বিষয়েও ধারণা পান। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে অনুসরণীয় পদ্ধতিগুলো তাদের সামনে তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আসফিকুজ্জামান আকতার। সেই সাথে তিনি সড়ক নিরাপত্তার স্থানীয় পরিস্থিতি এবং ঝুঁকিগুলোর ওপর একটি সেশন পরিচালনা করেন। জিআরএসপি’র সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা জনাব পিটার জোন্স এবং রোড সেফটি এনফোর্সমেন্ট স্পেশালিস্ট অ্যাল স্টুয়ার্ট কর্মশালাটি পরিচালনা করেন। এই প্রশিক্ষণে, তারা বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম’ পদ্ধতি অনুসরণ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন এবং কার্যকর ভাবে সড়ক আইন বাস্তবায়নে পুলিশের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

কর্মশালায় ট্রাফিক সার্জেন্ট, উপ-পরিদর্শক, পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আসফিকুজ্জামান আকতার অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের কোঅর্ডিনেটর লাবিব তাজওয়ান, এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন ও সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ।
রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে এটা ৫ম কর্মশালা। এর আগে চারটি কর্মশালায় ২৭৮ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।