রাজস্ব আদায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এ আনা পরিবর্তনের বিষয়, রাজস্ব আদায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা আয়োজন করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত কর্মশালাটি অনুষ্ঠিত হয় শ্যামলীর রিং রোডে।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দিন। তিনি এসময় উপস্থিত ব্যবসায়ী ও নানা শ্রেণিপেশার মানুষকে রাজস্ব আইন ও রাজস্ব বিষয়ে বিস্তারিত ধারণা দেন।

তিনি সাম্প্রতিক সময়ে জারিকৃত এসআরও-এর মাধ্যমে আনীত বিবিধ পণ্য ও সেবার পরিবর্তিত হারসহ ভ্যাট বিষয়ক প্রতিষ্ঠান প্রতিনিধিগণের প্রশ্নের উত্তর প্রদান করেন।

এসময় হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, এনজিও, সরকারি দফতর, স্বায়ত্তশাসিত এবং আধা-সরকারি দফতর ও গার্মেন্টস সেক্টরসহ মোট ৪০টি প্রতিষ্ঠানের ৪৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ইউল্যাব, সিএমপিই, পদক্ষেপ, মানবিক উন্নয়ন সংস্থা , প্রিন্স বাজার লিমিটেড , সিনেকস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ডিএসকে, কাজী অ্যান্ড কাজী টি, আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন উল্লেখযোগ্য।

ভ্যাট আইনের পরিবর্তনসমূহ এবং উৎসে কর কর্তন বিষয়ক দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থিত প্রতিনিধিগণের মাঝে নতুন প্রাণ সঞ্চার করে।