বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বন্টণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ স্লোগান দিয়ে মিছিল বের করেন প্রেম বঞ্চিতরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন মার্কেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ‘নষ্ট প্রেমের কাঁথাতে, আগুন জ্বালো একসাথে’, ‘শিশু খাদ্যের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করে।
সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, প্রেমের সুষম বণ্টন করা। আমরা প্রেমের বিরোধী না। একজন একসঙ্গে অনেকগুলো প্রেম করে। প্রেমের নামে এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। প্রেমের নামে প্রহসন বন্ধ করতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বঞ্চিতরা গণসাক্ষর কর্মসূচি পালন করেন। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করেন তারা।