যৌথবাহিনীর অভিযানে অস্ত্র সহ পিতা-পুত্র আটক

নিজস্ব প্রতিবেদক:

ভোলার দৌলখানে একটি আগ্নেয়াস্ত্র সহ লোকমান হোসেন (৫০) ও তার ছেলে হাসনাইন (২৩) আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের বসতঘরে তল্লাশি করে ১টি আগ্নেয়াস্ত্র ও ৬ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।

এ বিষয়ে রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে
কোস্টগার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, বেশকিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকার মেঘনা নদী ও চরে মো.লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী জনসাধারণ কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্টগার্ড ওই এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ অক্টোবর রাতে কোস্টগার্ড দক্ষিন জোন ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মো.লোকমান হোসেন ও তার ছেলে মো. হাসনাইনকে ১ টি আগ্নেয়াস্ত্র ও ৬ টি দেশীয়অস্ত্র ( ২টি রামদা,১টি দা,১টি চাইনিজ কুড়াল,১টি ছুড়ি ও ১টি চাপাতি) সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদেরকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।