মধুপুরে বাংলা নববর্ষ বরণ উৎসব পালিত

লকামা সিকদার, টাংগাইল প্রতিনিধি: এ সো হে বৈশাখ বাঙালির  প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজন বর্ণাঢ্য  র‌্যালীতে  শোভাযাত্রা  আলোচনা সভা সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়

সোমবার  (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি  মঙ্গল   শোভাযাত্রা বের করে। শোভা যাত্রাটি মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে  এসে শেষ হয় ।

র‌্যালীতে নানা বয়সের নারী-পুরুষ,কচিকাচা কেউ পাঞ্জাবী, কেউ বাসস্তি শাড়ী পরে র‌্যালীতে অংশগ্রহকরে গানের তালে তালে নাচতে থাকে। র‌্যালীটি পৌর শহের বাস স্ট্যান্ড আনাস চত্বর  প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে  পান্তা ইলিশ উৎসবের আয়োজন করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন , মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবীর , সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া,  মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান,  যুব উন্নয়ন কমকর্তা ইসমাইল হোসেন, প্রকৌশলী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম ভূঁইয়া , মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমিসহ বিভিন্ন   সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইউনিয়নে এ পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় সংস্কৃতি অনুষ্ঠান খেলাধুলা কবিতা আবৃত্তি নাটকের মধ্য দিয়ে দিনব্যাপী পহেলা বৈশাখ  উদযাপন করেন।