মধুপুরে বট গাছের সাথে ধাক্কা লেগে ট্রাক চালকের মৃত্যু আহত দুই

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার অরণখোলা  ইউনিয়নের মুনারবাইদ বন এলাকায় রাস্তার পাশের বট গাছের সাথে চলন্ত ট্রাকের ধাক্কা লেগে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এবং এ ছাড়াও আহত হয়েছে আরো দুজন।

১৪ জুন (শনিবার) ভোর ৩.৪০ ঘটিকার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থলেই ট্রাক চালক মোঃ জিয়াউল ইসলাম (৩৬) মৃত্যু হয়। জিয়াউল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাইকাসিমোড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ছাড়াও আরো দুই আহতরা হলেন হেলপার মো. হুমায়ুন (৩৫) ও সিহাব (৩৫)। তার উভয়ই একই উপজেলার বাসিন্দা।

জানাযায়, ট্রাকটি পেঁয়াজ ভর্তি করে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ দিকে যাওয়ার পথে উপজেলার বন এলাকা মুনারবাইদ নামক স্থানে আসলে চালকের ঘুমের ভাব হলে গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশের বট গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই চালক মারা যায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি মালামাল ভর্তি থাকায় তা উদ্ধার করে নিরাপদ করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।