মধুপুরে আওয়ামী লীগ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগ নেতা ও উপজেলার মহিষমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহিরকে ছাত্র জনতা আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের মমিনারা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতা ভাঙচুর শুরু করলে মহির চেয়ারম্যান তার প্রতিবাদের জন্য স্থানীয় আওয়ামীলীগ সমর্থকদের একত্রিত করার জন্য মাঠে নামেন। রাত ১১ টার দিকে স্থানীয় বাসিন্দারা মমিনারা গ্রামে তাকে আটক করে পুলিশে খবর দেয়। রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার উপপরিদর্শক(এসআই) সুজন মিয়া জানান, মহিউদ্দিন মহির চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার করা হবে তা পরে জানানো হবে।
ওসি এমরানুল কবির জানান, তার নামে চারটি মামলা রয়েছে যে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।