

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা জেলা খাদ্য বিভাগের বোরহানউদ্দিন পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কার্যালয়ের মিলনায়তনে সোমবার সকাল ১১:৩০ টায় ডিলার প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান প্রধান অতিথি হিসেবে এ লটারির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ রাসেল হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মনজুর আলম ফিরোজ ,উপজেলা পরিসংখ্যান অফিসার ননী গোপাল, খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
এতে পৌর শহরের ৬ টি পয়েন্টে ৬জন ডিলার নিয়োগের জন্য মোট ১৬ টি আবেদন পড়ে। এরমধ্যে ৬ টি আবেদন বাতিল হয়ে যায় বাকি ১০ জনের মধ্য থেকে ৫টি পয়েন্টে ১ জন করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
নির্বাচিত হাওলাদার মার্কেট একের অধিক আবেদন না থাকায়, আবিদ ইবনে নজরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া পশ্চিম বাজার সংলগ্ন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মুজাহিদ হোসেন নাঈম নির্বাচিত হয়।
নির্বাচিতরা হলেন, উপজেলা সংলগ্ন মোঃ বাবুল পালোয়ান, থানার মোড় আমতলা সংলগ্ন মোঃ কামাল হোসেন , হাওলাদার মার্কেট সংলগ্ন আবিদ ইবনে নজরুল, পুর্ব বাজার সংলগ্ন মোঃ জুয়েল, পশ্চিম বাজার সংলগ্ন মুজাহিদ হোসেন নাঈম।
এছাড়া পৌরভবন সংলগ্ন ২ টি আবেদন পরলে। ২ টি আবেদনে ত্রুটি থাকায় আবেদন বাতিল হওয়ায় পুনরায় আবেদন নিয়ে লটারি কটার সিদ্ধান্ত নেওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান বলেন, খাদ্য মন্ত্রনালয়ের পরিপত্র অনুযায়ী ওপেন লটারির আয়োজন করা হয়। আমরা উন্মুক্ত পরিবেশে বোরহানউদ্দিন পৌরসভার ওএমএস ডিলারের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে লটারি করে নতুন ডিলার বাঁচাই করেছি।