বোরহানউদ্দিনে কৃষি জমি রক্ষায় জলাবদ্ধতা মোকাবিলায় বিশেষ উদ্যোগ

গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি ও দুর্ভোগের পর অবশেষে কৃষকদের মুখে হাসি ফুটেছে।

সোমবার (২ জুলাই) সকাল ১০টায় জলাবদ্ধতা দূরীকরণে পরিদর্শন ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করে স্থানীয় প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, সাচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান অভি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম সোহাগসহ স্থানীয় কৃষকরা।

পরিদর্শনকালে ইউএনও মো. রায়হানুজ্জামান বলেন,

কৃষক আমাদের দেশের প্রাণ। কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কৃষকের ফসলের কোনো ক্ষতি না হয়।

স্থানীয় কৃষকরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের সুসংহত ব্যবস্থা না থাকায় জমিতে পানি জমে থাকে। এতে ফসল আবাদে ব্যাঘাত ঘটে। এবার প্রশাসনের উদ্যোগে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তারা আশাবাদী—সময়মতো আবাদ শুরু করতে পারবেন।

জানা গেছে, এ অঞ্চলের প্রধান সমস্যা ড্রেনেজ সংকট। ফলে প্রতিবছর বর্ষায় জলাবদ্ধতা দেখা দেয়। তবে এবার প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ চলমান থাকবে এবং আগামীতে বড় পরিসরে স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।