বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হলো বৈশাখী উৎযাপন

 মমিনুর রহমান : সারাদেশের মত মানিকগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরণ করতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ বৈশাখ (১৪ এপ্রিল) সোমবার সকাল ৮.০০ ঘটিকায় আনন্দ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচী শুরু হয়।
সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয় এবং পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ন সচিব ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং পুলিশ সুপার, জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন।

র‍্যালীতে আরও ছিলেন সানজিদা জেসমীন, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার শাখা এবং শেখ মেজবাহ উল সাবেরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গণ, মানিকগঞ্জ প্রসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য সচিব সাংবাদিক শাহানুর ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এ আনন্দ শোভাযাত্রায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী , সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে ১০ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন যুগ্ন সচিব ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আনন্দ র‍্যালীর নিরাপত্তার দায়িত্বে র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনী সহ বিশেষ নিরাপত্তা সংস্থা নিয়োজিত ছিল।