বিতর্ক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামিমের প্রথম স্থান অর্জন

ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী আহসানুল্লাহ ইবনে-হাই তামিম, বিতর্ক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহ করার সুযোগ পেয়েছে।

১১ মে শনিবার সকাল ৯টায় বরিশালে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বাস্তবায়ন কমিটির হাত থেকে সনদ গ্রহণ করছেন মেধাবী শিক্ষার্থী আহসানুল্লাহ ইবনে-হাই তামিম।

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমরা শিক্ষার মান নিশ্চিত করতে সব সময় সর্বোচ্চ চেষ্টা করি। এ জন্য প্রতিটি শিক্ষার্থীর প্রতি আমাদের সকল শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। আমাদের এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।