নাটোরে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ট্রাকচালক আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক আবু মুসার মৃত্যু হয়। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পরে আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।