বাউফলে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে মৎস্যজীবী দলের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা চৌমুহনী বাজারে মৎস্যজীবী দল নাজিরপুর ইউনিয়ন শাখার আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন মৎস্য জীবী দলের  সহ  সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল মৃধার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশাররফ হোসেন লিটন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন    সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন, ১নং ওয়ার্ড সভাপতি আলতাফ হাং,২নং ওয়ার্ড সভাপতি সিদ্দিক হাং, নাজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান মৃধা প্রমূখ।