

মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে রেশাদ সরদার (২২) নামের এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই শাহিন সরদারের (২৬) বিরুদ্ধে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা অচেতন অবস্থায় রেশাদকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্র জানায়, শাহিন ও রেশাদ দুজনেই দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে মাদকের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সম্প্রতি পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বুধবার রাতে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে রেশাদের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাশরিফ জানান, আহত যুবকের মাথার পেছনের অংশ থেঁতলে গেছে এবং উপরের অংশে গভীর ক্ষত রয়েছে। মাথায় গুরুতর আঘাতের কারণে সেলাই করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


