বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁও উদীচীর ৯ম জেলা সম্মেলন

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে,সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ প্রতিপাদ্য কে সামনে রেখে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সংগঠনের জেলা কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা কমরেড দবিরুল ইসলাম।

ঠাকুরগাঁও জেলা উদীচীর আয়োজনে সম্মেলনে জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সংসদের সদস্য রেজাউর রহমান রেজু, শফিকুল ইসলাম, জেলা সংসদের উপদেষ্টা আবু মহিউদ্দিন, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ সভাপতি কমল কুমার রায়,সৈয়দ মিজানুর রহমান, অমল টিক্কু প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে সেতারা বেগমকে সভাপতি, রেজওয়ানুল হক রিজুকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি কমল কুমার রায়, সৈয়দ মিজানুর রহমান, এমএস আহমেদ রাজু, অমল টিক্কু, সুচরিতা দেব, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ ননী গোপাল বর্মন, সম্পাদক রাফিক আহনাজ, মাহমুদা আক্তার আলো, জ্যোতিষ চন্দ্র বর্মন, আহসানুল হাবীব বাবু, এসএম জসিম, শাহনাজ বেগম ডলি, সদস্য আশুতোষ কুমার দে, নগেন্দ্র রাম দাস, রেজাউল ইসলাম, তারেক হোসেন, সাদেকুল ইসলাম, গোলাম ফারুক, মাহমুদ হাসান প্রিন্স, বাবুল ইসলাম, রাজন ঠাকুর, আবু বক্কর সিদ্দিক, সঞ্জিব কুমার বর্মন, সুরভী কেরকেটা।

পরে উদীচীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান পরিবেশন করেন।