ফ্যাসিবাদের পক্ষে মিডিয়া অপারেশন চলছে, সবকিছু ডকুমেন্ট করছি’: হাসনাত আবদুল্লাহ

বসুন্ধরা গ্রুপের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে যখন রাষ্ট্র ‘জনতার শত্রু’তে পরিণত হয়েছিল, তখন এসব গণমাধ্যম শুধু নীরব ছিল না, বরং সক্রিয়ভাবে ‘ফ্যাসিবাদের পক্ষে কাজ’ করেছে।

আমরা সবকিছু ডকুমেন্ট করছি, মিথ্যা ছড়ানোদের জবাবদিহি করতে হবেই।’
— হাসনাত আবদুল্লাহ

রোববার (৬ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, তারা হাসিনার তাবেদারি করেছে, ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে। প্রতিবাদী ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েছে, ভিডিও এডিট করে বাস্তবতা পাল্টে দিয়েছে। এমনকি এমন এক ভয়ংকর প্রোপাগান্ডা মেশিন তারা চালু রেখেছিল, যে মেশিন ছাত্রদের গুলি করেছে, বিরুদ্ধমতকে নিষ্ঠুরভাবে দমন করেছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন,

স্বৈরাচার পতনের পরও সেই মিডিয়াগুলো থামেনি। আজও তারা একই কায়দায় কলম ধরেছে, ক্যামেরা চালু করেছে। এখন তারা আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং পার্টির সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র।’

তিনি অভিযোগ করেন, এর উদ্দেশ্য খুব পরিষ্কার—যারা পরিবর্তন আনতে চায়, তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে কর্পোরেট স্বার্থ রক্ষা করা। এটা সাংবাদিকতা নয়, এটা ডার্ক অপারেশন। জনগণকে বিভ্রান্ত করে ঠকানোর অপারেশন।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু স্বাধীনতা মানে দায়বদ্ধতা, সত্যের প্রতি দায়বদ্ধতা। কর্পোরেট মিডিয়া যখন মিথ্যা তথ্য ছড়িয়ে জনমত বিষিয়ে তোলে, তখন ক্ষতি শুধু কোনো একটি দলের নয়, ক্ষতি গোটা গণতন্ত্রের।’

তিনি জোর দিয়ে বলেন, আমরা গণঅভ্যুত্থান করেছি শুধু শেখ হাসিনাকে সরাতে নয়; আমাদের আন্দোলন ছিল সব ধরনের স্বৈরতন্ত্র, অপশাসন, মিথ্যার কারখানার বিরুদ্ধে। কর্পোরেট মাফিয়া আর ফ্যাসিস্ট সাংবাদিকদের বিরুদ্ধেও।’

হাসনাত আবদুল্লাহ শেষ পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সবকিছু ডকুমেন্ট করছি। প্রতিটি মিথ্যা, প্রতিটি অপপ্রচার, সব অন্যায় আমরা নথিবদ্ধ করছি। যদি এই মিডিয়া হাউজগুলো সংবাদপত্র না হয়ে রাজনৈতিক অস্ত্র হয়, তাহলে তাদের জবাবদিহির মুখোমুখি হতেই হবে। কেউই জনগণের ঊর্ধ্বে নয়, আর সত্যের ঊর্ধ্বে তো নয়ই।’

তিনি আরও বলেন, আমরা জীবন থাকতে বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো পুনর্বাসন হতে দেব না।

সোহেল রানা /প্রিয়দেশ