প্রিয়দেশে সংবাদ প্রচারের পরই অভিযান, আল-মদিনা হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা

মোমিনুর রহমান: মানিকগঞ্জ শহরের আলোচিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আল-মদিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি ও সহকারী কমিশনার মোঃ আহসান উল হক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট)। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সূত্রে জানা যায়, আল-মদিনা হাসপাতালের সিটি স্ক্যান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে সেবার নির্ধারিত মূল্য তালিকা ছিল না। এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা আদায়, ব্যবহৃত যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং লাইসেন্স নবায়ন না করাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে।

সহকারী কমিশনার মোঃ আহসান উল হক বলেন,

জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বিষয়ে এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

প্রসঙ্গত, প্রিয়দেশ অনলাইনসহ একাধিক জাতীয় দৈনিকে আল-মদিনা হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত চার্জ আদায় ও যন্ত্রপাতির ত্রুটি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের দ্রুত প্রশাসনিক পদক্ষেপের জন্য সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন।