

পাঁচম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও মেধা যাচাইয়ের সুযোগ
বিশেষ প্রতিবেদক | প্রিয়দেশ :- বহু আলোচনার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের শেষভাগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এতে অংশ নিতে পারবে দেশের সব সরকারি ও অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কয়েক বছর আগে সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বন্ধ করে দিলে বৃত্তি ব্যবস্থাও স্থগিত হয়ে যায়। তবে অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞদের দাবির পরিপ্রেক্ষিতে ফের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
- পরীক্ষার কাঠামো ও সুবিধা:
জানা গেছে, আগের নিয়ম অনুযায়ী বাংলা, গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান—এই চার বিষয়ের উপর পরীক্ষা হবে। মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় মেধা তালিকা তৈরি করে দুই ধরণের বৃত্তি প্রদান করা হবে—ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড। ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে নির্বাচিতরা মাসে ২২৫ টাকা হারে বৃত্তি পাবে।
- কেন ফিরছে বৃত্তি পরীক্ষা?
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। অনেকেই মনে করছেন, পরীক্ষা তুলে দেওয়ার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় অনাগ্রহী হয়ে উঠেছিল।
- অভিভাবক ও শিক্ষকদের প্রতিক্রিয়া
ঢাকার মোহাম্মদপুর এলাকার অভিভাবক সালমা আক্তার বলেন, “আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। অনেক দিন ধরেই চাইছিলাম আবার বৃত্তি পরীক্ষা হোক। এতে ওরা একটা লক্ষ্যে এগোতে পারবে।”
একই ধরনের মত প্রকাশ করেন খুলনার এক প্রধান শিক্ষকও এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মেধা বিকাশে বড় ভূমিকা রাখবে।”