এখলাছ উদ্দিন:
গণমাধ্যমকে ভয় দেখানো চলবে না এবং বাংলাদেশের ভালো মানুষেরা সংখ্যাগরিষ্ঠ ইত্যাদি দাবি নিয়ে দৈনিক প্রথম আলোর পক্ষে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেছেন, গণমাধ্যম হলো একটি দেশের আয়না স্বরূপ, দেশের সকল অন্যায় অত্যাচার সকল কিছু তুলে ধরা হয়। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে কিছু কুচক্রী মহল দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর অফিস ভাঙচুর করছে যা খুবই ন্যাক্কারজনক কাজ। এই ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনকে বলবো যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।
তারা বলেন, আমার পক্ষে যে পত্রিকা কথা বলে সেটি ভালো পত্রিকা, আর পক্ষে কথা না বললেই খারাপ পত্রিকা- এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এছাড়া গণমাধ্যমকে স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে। কোনভাবেই সংবাদপত্রকে ভয় দেখানো চলবে না।