জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২০ অক্টোবর। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ মধ্যাহ্ন ভোজ তথা ফিস্টের আয়োজন। এর জন্য শুভেচ্ছা মূল্য হিসেবে শিক্ষার্থীদের দিতে হবে ৫০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় দিবসের দিন সব শিক্ষার্থীর জন্য ফিস্টের আয়োজন করা হচ্ছে। একটি ভালো মানের খাবারের ব্যবস্হা করা হবে। শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। শুভেচ্ছা মূল্য দিয়ে নিজ নিজ বিভাগ থেকে শিক্ষার্থীরা কূপন ও খাবার সংগ্রহ করবে।
প্রক্টর আরও বলেন, আমরা বিভাগগুলো বরাবর চিঠি পাঠিয়েছি। যে সকল শিক্ষার্থী মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের তালিকা আগামী ১৭ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আবাসিক ছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন আজকের পত্রিকাকে বলেন, আবাসিক ছাত্রীরা হল থেকেই ৫০ টাকা শুভেচ্ছা মূল্য দিয়ে মধ্যাহ্ন ভোজের কুপন সংগ্রহ করতে পারবে।