পটুয়াখালী-২: নৌকার শেষ পথসভায় জনতার ঢল

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির শেষ নির্বাচনী পথসভায় জনতার ঢল নেমেছে। বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে ওঠে পথসভাস্থল ও আশপাশের এলাকা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম ফিরোজ বলেন, অ্যামেরিকা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না। তারা ৭১’এ আমাদের বিরোধিতা করছেন। পাকিস্তানী বাহিনীর নির্বিচার হত্যাজ্ঞ, ধর্ষণ ও লাটপাটকে অ্যামেরিকা সমর্থন করেছিল। সেই সাম্রাজ্যবাদী শক্তি এবার আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে হটিয়ে তাদের পুতুল সরকার বাস্তবায়ন করতে চায়। এজন্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিসয়ে নাকগলাচ্ছে। তবে বাংলার জনগণ কোনো মোড়ল বরদাস্ত করবে না।

তিনি আরও বলেন, বিশ্বের সকল দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের দেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি ও তাদের দোষর জামায়াত ছাড়া প্রায় সকল দলের অংশ গ্রহণে সারাদেশে নির্বাচনী আমেজ বইছে। ভোটারদের মধ্যে উৎসহ-উদ্দীপণা বিরাজ করছে। কিন্তু বিএনপি লন্ডনে পালাতক তারেক রহমানের নিদের্শে নির্বাচন আসেনি। তারা নির্বাচনে না এসে নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস শুরু করেছেন। মানুষ পুড়িয়ে মারছেন। ভোটারদের কেন্দ্র যেতে বাঁধা দিচ্ছেন। তবে বাংলার জনগণ তাদের বাঁধায় কর্ণপাত করবে না। ৭ তারিখ মানুষ দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, বিএনপি নামক সন্ত্রাসী দলের অংশ গ্রহণ কোনো বড় বিষয় নয়, জনগণের অংশগ্রহণই বড় বিষয়।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে আ.স.ম ফিরোজ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আপনাদের এক একটি ভোট সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ।

পথসভায় আরও বক্তব্য রাখেন আ.স.ম ফিরোজের সহধর্মিণী দেলোয়রা ফিরোজ, জেষ্ঠ্য পুত্র ও নির্বাচনী প্রধান এজেন্ট রায়হান শাকিব, জেলা আওয়ামী লীগ সদস্য জোবায়দুল হক রাসেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শাহীন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক তামজীদ বিন রহমান তুর্য, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ প্রমূখ।