জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে। তিনি আগে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে ছিলেন।
বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ছিলেন। এ ছাড়া জনাব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোট ১৯ জন পূর্ণ সচিবের মধ্যে ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।
তারা হলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (সিনিয়র সচিব), বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব), জাতীয় সংসদের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব। তারা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন, তাদের সবার চুক্তি বাতিল করা হয়েছে।
অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে সচিব পদমর্যাদার সদস্য খায়রুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।