দক্ষিনাঞ্চলের ক্ষমতা কেন্দ্রে শেখ বাড়ি গুড়িয়ে দিল ছাত্র-জনতা

শাহাদাত হোসেন নোবেল, খুলনা:

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি।
গতকাল বুধবার রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তাঁরা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

লাল প্রাচির ঘেরা নগরীর শেরেবাংলা রোডের দোতালা এ বাড়িটির আনুষ্ঠানিক কোন নাম নেই, নেই কোন নাম ফলক। কিন্তু সবাই একে ” শেখবাড়ি” নামেই চেনেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচাত ৫ ভাইয়ের বাড়ি এটি।তাদের পিতা আবু নাসেরের বাড়িটি করা ছিল বলা জানা যায়।। ৪ আগষ্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদারদের স্টাইলে নিয়ন্ত্রন করা হতো খুলনা সহ পুরো দক্ষিনাঞ্চল।