

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণখান থানার আহ্বায়ক হেলাল তালুকদারকে অনুমোদন দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
দক্ষিনখান থানা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
রাজধানীর দক্ষিণখান থানার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজ সেবক, মেহনতি মানুষের অবিচল পথ প্রদশর্ক, দুঃসময়ের রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, সাবেক ছাত্রনেতা বার বার কারা নির্যাতিত নেতা ও উত্তরা জোন ব্যবসায়ী কমিটির সভাপতি এবং দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার কে দক্ষিণখান থানা বিএনপি’র আহ্বায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের যৌথ সিদ্ধান্তক্রমে এ পদোন্নতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণখান থানা বিএনপি-কে সুসংগঠিত ও গতিশীল করতে হেলাল তালুকদার যথাযথ ভূমিকা রাখবেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত আহ্বায়ক হেলাল তালুকদারকে কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে এই নতুন কমিটি অনুমোদনের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমিনুল হককে ধন্যবাদ জানান দক্ষিণখান থানার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।


