ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে খাতা-কলম-সাবান ও মাস্ক বিতরণ

ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বিনামূল্যে শিশুদের মাঝে খাতা, কলম, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দোলন কুমার মজুমদার, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। এ সময় পৌরসভার ৫০১ জন সুবিধাভোগী শিশুর মাঝে খাতা, কলম, সাবান ও এক প্যাকেট করে মাস্ক বিতরণ করেন অতিথিরা। পর্যায়ক্রমে সদর উপজেলায় ৩ হাজার শিশুর মাঝে এ বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানান সংস্থার কর্মকর্তাগণ।