ঠাকুরগাঁওয়ে ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি বিষয়ে খামার দিবস

ঠাকুরগাঁওয়ে ২১-২২ রোপণ মৌসুমে ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি বিষয়ে খামার দিবস পালিত হয়। গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার উজ্জ্বল কোঠা শিমুলবাড়ী-১ ইক্ষু ক্রয় কেন্দ্রে এ দিবস পালন করা হয়।

ঠাকুরগাঁও কৃষি বিভাগ ও ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের যৌথ আয়োজনে খামার দিবসের অনুষ্ঠানে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার, বিশেষ অতিথি আরডিআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ কৃষিবিদ ড. মো: শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মো: আবু রায়হান, স্থানীয় চাষী শশধর, সুমন, সুশোভন, গোবিন্দ, শচিন প্রমুখ।

পরে পাশ্ববর্তী ইক্ষু ফসলের সাথে তরমুজ ও লাল শাক চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন অতিথিরা। এ সময় ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক বিভিন্ন প্রযুক্তির বিষয়ে চাষীদের জানান তারা।