

বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে। এখন তারা ৫ আগস্টের পর মুক্ত হয়ে যার যার দলে ফিরে গেছে- এমনটি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি। যখন তাদের বড় বড় নেতাদের ফাঁসি কার্যকর হয়েছে, তখনও তারা ঘরে বসে থেকেছে, কেবলমাত্র হরতাল দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করেছে।’
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহর বিএনপির ১, ১০ থেকে ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শ্রমিকদের কষ্টার্জিত অর্থ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিরা লুট করে নিয়ে গেছে। লুটের অর্থ জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। বিএনপি জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামের দোহাই দিয়ে বিএনপির বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত এসব মিথ্যাচারের বিরুদ্ধে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণকে বিভ্রান্ত হতে দেওয়া যাবে না।’
এ সময় তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘দলীয় ঐক্য বজায় রাখতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম।
সভায় জেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


