চট্টগ্রাম ব্যুরো: জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাচন-২০২৪ এ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক একুশে সংবাদের মো. রিয়াজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জালাল উদ্দিন ১১ ভোট কম পেয়ে হেরে গেছেন।
সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাচন-২০২৪ সফলভাবে সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সংগঠনটির আহবায়ক কে.এম রুবেল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসেন।
গত ১৯ জানুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার বাৎসরিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিটি নির্বাচিত হলেও সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজ উদ্দিন ও জালাল উদ্দিন সমান ভোট পাওয়াতে ফলাফল স্থগিত রাখা হয়। পরে নির্বাচিত প্রতিনিধিদের ভোটে ১১ ভোটের ব্যবধানে বিজয়ী হন রিয়াজ উদ্দিন।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সংগঠনটির আহবায়ক কে.এম রুবেল, বাকি ১৪টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৭৪ জন।
নির্বাচিত নেতৃবৃন্দ হলেন:
সভাপতি – কে এম রুবেল (বিনা প্রতিদ্বন্ধিতায়)
সি. সহ-সভাপতি – লায়ন মৌলানা মো: ইউসুফ
সহ-সভাপতি – মো: জিন্নাত আলী, মো: হাসান ও আবদুল্লাহ চিসতি।
সাধারণ সম্পাদক- মোহাম্মদ হোসেন
যুগ্ম-সম্পাদক- ফোরকান সিকদার, জাহাংগীর আলম ও মাহাবুব কাদের।
সাংগঠনিক সম্পাদক- রিয়াজ উদ্দিন। অর্থ সম্পাদক- শেখ আহমেদ শাকিল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার সম্পাদক- মো: দিদার-২, দপ্তর সম্পাদক- দিদার-৩
সাংস্কৃতিক সম্পাদক- ফজলুল নাহিদ, ক্রীড়া সম্পাদক- দিদার-১, তথ্য ও গবেষণা সম্পাদক- আশরাফ উদ্দিন মিঠু, মহিলা বিষয়ক সম্পাদিকা- দিপ্তী হাওলাদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- এবিএম সিদ্দিক।