চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদন; আনন্দ র‌্যালি

মো. রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর, ১৫ থানা ও ১২টি ওয়ার্ডের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় চট্টগ্রামে আয়োজন করা হয় আনন্দ র‌্যালি ও সমাবেশ।

শনিবার (৫ জুলাই) নগরীর জামেয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশে নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, যারা অতীতে রাজপথে আন্দোলনে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের দিয়েই নতুন কমিটি গঠন করে কেন্দ্র দেখিয়েছে, ত্যাগ কখনো বৃথা যায় না।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও স্বেচ্ছাসেবক দল জনগণের সরকার প্রতিষ্ঠা ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন,
“আমরা ১৭ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি। এখন কেউ কেউ সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছে, কিন্তু দেশের মানুষ তা বোঝে না। তারা ভোটের মাধ্যমে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়।”

সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন,
“দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি নতুন সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল সেই লড়াইয়ে সামনে থাকবে।”

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, এম আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, মো. ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন।

উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন— আব্দুল হাই, সৈয়দ মফিজ উদ্দিন সুমন, শাহাদাত হোসেন সোহাগ, মো. হাসান, ইমরান হোসেন চৌধুরী বাবলু, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল, সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, মো. জাহিদুল ইসলাম, নোমান সিকদার সোহাগ, আকবর হোসেন মানিক, কামাল হোসেন, ইমরান সিদ্দিকী জ্যাকসন, জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, দেলোয়ার হোসেন জনি, মীর কাসেম, ইকবাল হোসেন জিসান, ইমরান হোসেন তালুকদার, মো. মারুফ, মো. পারভেজ, মো. বাকের, রাশেদ পাটোয়ারি, মো. রাজীবসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৫ জুন রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। একই সঙ্গে ১৫ থানার পূর্ণাঙ্গ এবং ১২টি ওয়ার্ডের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন। এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল।