‘বাংপাকি’ সমর্থককে দৌড়ে নিয়ে ফেলা হলো ময়লার ড্রেনে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ। মিরপুরের মতো সেখানেও বাংপাকি কারও পাকিস্তানি জার্সি-পতাকা নিয়ে দেখলেই প্রতিহতের পূর্ব ঘোষণা ছিল। এরপরও পাকিস্তানি জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে আসে এক বাংপাকি। এমন ঘটনায় তার গায়ের জার্সি ছিঁড়ে তাকে নিয়ে ড্রেনে ফেলা হয়। পরবর্তীতে সে কান ধরে মাফ চায়। এরপর তাকে ড্রেন থেকে তুলতে সাহায্য করে বাংলাদেশের সমর্থকরা।

বাংপাকির জার্সি খুলে ড্রেনে ফেলার ভিডিও: