চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে

দেশে ফের বেড়ে চলেছে করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আক্রান্ত বেড়ে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। তবে করোনা আক্রান্ত হয়ে এদিন কারও মৃত্যু হয়নি।

গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩ জন। ওইদিন করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১২টি ল্যাবে সর্বোমোট ১ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৮২ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৭৪ জন নগরের আর ৮ উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯০৪ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যু রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৩ জনে এসে ঠাঁই নিয়েছে।