চট্টগ্রামের ইপিজেড এলাকায় গৃহবধূ মরদেহ উদ্ধার

রিয়াজ উদ্দিন
চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ইপিজেড বন্দরটিলা আলিশানগর কাঁচা বাজার এলাকায় নুসরাত জাহান সাবিনা (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ওই নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

নিহত নুসরাত জাহান সাবিনার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায় বলে জানা গেছে।

জানা যায়, নিহতের স্বামী মো. ইমরানসহ তারা ইপিজেড এলাকায় ভাড়া বাসায় থাকত।

নিহতের খবর পেয়ে  ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

এ বিষয় নিয়ে ইপিজেড থানার তদন্ত অফিসার ইনচার্জ   কাছে জানতে চাইলে তিনি বলেন

ইপিজেড থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে এবং লাশটি ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি