টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা,পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে শহীদ জিয়ার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। যে জিয়া বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন বাজী রেখে যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন আমরা সেই জিয়ার দল করি। তাই আমাদের মনে রাখতে হবে আজকের স্বাধীন বাংলাদেশ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের বাংলাদেশ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম রানা কাজী, সহসভাপতি রফিকুল ইসলাম রনো, দিগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার, উপজেলা সহসভাপতি শফিউর রহমান মুক্তা,উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বুলবুল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাদিক মাহমুদ টিটো, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক সুফি সিদ্দিকী প্রমূখ।
এর আগে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।